সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আবেদনে জেলা প্রশাসনের সাড়া

৩শ’ জেলে পেলো প্রধানমন্ত্রীর উপহার

৩শ’ জেলে পেলো প্রধানমন্ত্রীর উপহার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আবেদনের প্রেক্ষিতে ৩শ’ অসহায় জেলে পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এ উপহার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শফিক বেপারী, সাধারণ সম্পাদক খালেক দেওয়ান, তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোসনা বেগম, ৮নং ওয়ার্ডের সদস্য ইলিয়াছ বেপারী প্রমুখ।

উপহার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম লিডার ওমর ফারুক, সহযোগিতা করেন চাঁদপুর সদরের সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়