প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জাবেদ আহমেদ সুমন। রোববার ১৯ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে ও তার অফিস কক্ষে ম্যানজিং কমিটির নির্বাচিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে জাবেদ আহমেদ সুমনকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কালাম, সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন তালুকদার, শিক্ষক নাছির উদ্দীন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ৭২নং পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাজিম উদ্দীন সোহাগ পাটোয়ারী, মোঃ সেন্টু তালুকদার প্রমুখ।