প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, সরকারের প্রতিটি প্রকল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে করতে হবে, যেসব ঠিকাদার নিয়মিত কাজ করছে না, প্রয়োজনে সে কাজের টেন্ডার বাতিল করতে হবে। উন্নয়ন কাজ থমকে থাকবে কেন তাদের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয়, তার দিকে নজর রাখতে হবে। গতকাল ১৯ ডিসেম্বর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁদপুর জেলা শহরকে যানজটের কবল থেকে রক্ষা করতে হবে। যানবাহনের ভিড়ে হেঁটে চলাফেরাই দায় হয়ে পড়েছে। তিনি বলেন, চাঁদপুরে যে সকল অবৈধ অটোবাইক, সিএনজি অটোরিকশা রয়েছে, তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। চাঁদপুরে এত বেশি অটোবাইক, সিএনজি অটোরিকশা রয়েছে, তার জন্য মানুষ সড়ক দিয়ে পারাপার হতে পারছে না। চাঁদপুরে সিএনজি অটোরিটকশার নতুন করে রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। তারপরও এতো সিএনজি অটোরিটকশা কেনো। এসবের জন্যে আমাদের আইনগত ব্যবস্থা চলমান থাকবে। জনস্বার্থে সকল কাজ করতে হবে, জনগণের যাতে ভোগান্তি না হয় সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, মতলব দক্ষিণে সড়কে অবৈধভাবে টোল আদায় বন্ধ করতে হবে। চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট থানাকে অবগত করতে হবে। সড়ক বিভাগ ছাড়া অন্য কেউ টোল আদায় করলে তা চাঁদাবাজি ছাড়া আর কিছু নয়। চাঁদপুর-কুমিল্লা সড়ক বিভাগের পাশের গাছগুলো যেগুলো রাস্তার উপর হেলে আছে, যান চলাচলে বাধা, সেসব গাছ কর্তনের ব্যবস্থা করতে হবে। বনবিভাগ সরজমিনে গিয়ে কোন্ গাছ কাটতে হবে, কোন্টা অসুবিধা করে সেটি চিহ্নিত করে মূল্য নির্ধারণ করে জানাতে হবে।
জেলা প্রশাসক বলেন, কৃষকদের সার ঠিকমত কৃষক পায় কিনা তা নজর রাখতে হবে, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হবে। সম্প্রতি টানাবর্ষণে যে কৃষকদের ফসলাদি নষ্ট হয়েছে, তার ভর্তুকির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানান। কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক সভায় অবহিত করেন যে, গত কয়েকদিন আগের বৃষ্টিতে চাঁদপুরে ৪শ’ ৪১ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সভায় উঠে আসে, মতলব উত্তর, মতলব দক্ষিণ এবং সদরে মডেল মসজিদগুলো নির্মাণে মন্থর গতি এবং নানা অনিয়মের বিষয়গুলো। জেলা প্রশাসক এ বিষয়গুলোর সংশ্লিষ্ট বিভাগকে এসব দেখার এবং কঠোর ব্যবস্থা নেয়ার জন্যে নির্দেশ দেন। এছাড়া জেলার বিদ্যুৎ, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, এলজিইডি বিভাগসহ নানা বিভাগ ও অধিদপ্তরের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।