সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

বিমল চৌধুরী ॥

মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। গতকাল ১৮ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রাণের উৎসবে পরিণত হয় বিজয় শোভাযাত্রা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, আজকের এদিনে মুজিব তোমায় মনে পড়ে, হাসিনা তোমার ভয় নাই আমরা আছি তোমার সাথে, হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন’ নেতা-কর্মীদের এমন নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক। তাদের বিশালাকার মিছিলে স্থবির হয়ে পড়ে চলমান জনপদ। পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সকলেই মহান বিজয় উৎসব উপলক্ষে আওয়ামী লীগের বিশালাকার আনন্দ শোভাযাত্রা উপভোগ করে ধৈর্য্য সহকারে। দুপুরের পর থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে বাদ্য-বাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশে পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, পৌর সকল ওয়ার্ড কমিটিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ দুপুরের পর থেকেই খ- খ- মিছিল সহকারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখ স্থানে জড়ো হতে থাকেন। মিছিলের ব্যাপকতায় চাঁদপুর শহর যেন মিছিলের শহরে পরিণত হয়। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সংগ্রামী অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেল সোয়া ৪টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারীর নেতৃত্বে বের হয় বিজয় উৎসবের সুবিশাল বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের নতুনবাজার হয়ে চিত্রলেখার মোড় পার হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের ব্যাপকতায় দলীয় নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমরা চাঁদপুরে আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি, আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু কোনো প্রতিহিংসা নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। তিনি জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সারাদেশে যথাযথ মর্যাদায় সেটি উদ্যাপনের জন্যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি যে উদাত্ত আহ্বান জানিয়েছেন। সে আলোকে জেলা আওয়ামী লীগ এ শোভাযাত্রা বের করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়