প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
সোসাইটি ফর মিডিয়া এন্ড সুইটেবল হিউম্যান কমিউনিকেশন টেকনিক্স (সমস্টি)-এর আয়োজনে পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালার আজ শেষদিন। গতকাল শনিবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
দুপুরে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন। সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ঈসা রুহুল্লাহ।
কর্মশালায় চাঁদপুরসহ আশপাশের কয়েকটি জেলার ২৫জন সাংবাদিক অংশ নেন। আজ ফিল্ড ভিজিটের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হবে।