সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

আমিরাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতবাড়িসহ দশটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসসহ এলাকার সকল লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাজারের ব্যবসায়ী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল গাজী জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ১টি বসতঘরসহ বাজারের ১০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে পাটের গুদাম, ওয়ার্কশপ, লেপ তোষকের দোকান, কাঠের দোকান, রেস্টুরেন্ট, কনফেকশনারী, কসমেটিকস দোকান ও ১টি বসতঘর রয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

যারা ক্ষতিগ্রস্ত তারা হলেন : আলী খান, আসলাম, মিল্টন, সারোয়ার হোসেন, আল-আমিন, শাহিন মোল্লা, মোখলেছুর রহমানসহ আরো অনেকে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। যত শিগ্গিরই উদ্বোধন করা হবে আমরা ব্যবসায়ীরা তত নিরাপদ থাকবো। তারা প্রয়োজনীয় জনবল এবং অগ্নি নির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি প্রদান করে অগ্নিকা-ের হাত থেকে জানমাল রক্ষা করতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপ-পুলিশ পরিদর্শক প্রকাশ প্রণয় দে, আউয়াল, নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক আল-আমিন তপাদার জানান, প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল, আমি এখন নিঃস্ব। পাশের দোকানদার মোজাম্মেল বলেন, আমার দোকানের ২ লাখ টাকার মাল পুড়ে শেষ হয়ে গেছে। কাঠের দোকান মালিক সরোয়ার জানান, তার দোকানের ১০ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে যায়। গুদাম মালিক আসলাম জানান, তার দোকানের ৭ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে যায়। লেপ তোষকের দোকান মালিক আলী জানান, তার দোকানের ৩ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে যায়। এছাড়াও আশপাশের কয়েকটি দোকানের মালামাল ক্ষতি হয়েছে।

চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম বলেন, একটি বসতবাড়িসহ দশটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কীভাবে সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরকারের অন্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে দাবি রইলো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়