সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

আনন্দাশ্রু বেদনাবিধূর স্মৃতি বিজড়িত আমাদের বিজয় দিবস
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের আনন্দাশ্রু ও বেদনাবিধূর স্মৃতি বিজড়িত। সেদিন আমরা পাকহানাদারদের পরাজিত করার আনন্দে যেভাবে ভাসছিলাম, তেমনি স্বজন হারানোর বেদনাও আমাদের কুঁকড়ে খাচ্ছিল। তাই কর্ষ্টাজিত এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখার সাথে সাথে দেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে। সেদিন আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের উদ্দেশ্য একটাই ছিলো-এদেশকে স্বাধীন করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পর আমাদের আবারো শপথ নিতে হবে, তবে এবার আমাদের উদ্দেশ্য দেশপ্রেমের আদর্শে দেশকে এগিয়ে নিয়ে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বলেন, আজ আমরা গর্বিত দেশের এই মাহেন্দ্রক্ষণে জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন। তাঁর সহযাত্রী হিসেবে থাকতে পেরে এই জাতির কাছে আমরা কৃতজ্ঞ। দেশে যেই উন্নয়ন মহাযজ্ঞ চলছে, তার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত করতে সমর্থ হবে।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের বিজয় দিবসের আলোচনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে ও প্রভাষক শরীফ পাটওয়ারীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, মাওঃ শারাফত, চেয়ারম্যান প্রার্থী জিএম তাবাচ্চুম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ার শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আল-আমিন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার পাটওয়ারী, নজরুল ইসলাম সুমন, জানিবুল হক জুয়েল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়