প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রাত সাড়ে সাতটায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, যে স্বপ্ন ও চেতনা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছিলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক একটি দেশ তিনি দেখতে চেয়েছিলেন। সেই চেতনাবোধ আমরা আমাদের নিজেদের মধ্যে এমনকি নতুন প্রজন্মের মধ্যে সৃষ্টি করতে হবে। বিজয়ের পঞ্চাশ বছরে আমাদের অপ্রাপ্তি কিছু আছে, কিন্তু প্রাপ্তি অনেক। আমরা যেনো সুন্দরভাবে নিজেরা চলতে পারি আর আমাদের দেখে নতুন প্রজন্ম উৎসাহিত হয়ে তারা যেনো আলোকিত পথের যাত্রী হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ চালাচ্ছেন। দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আমাদের বড় বড় অনেক অর্জন রয়েছে। সেই অর্জনকে আরো শক্তিশালী করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এজন্যে আমরা যারা বড় বড় দায়িত্বে আছি তারা যেনো নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। আর আমাদের দায়িত্ববোধ ও কাজ দেখে নতুন প্রজন্ম শিখবে এবং আমাদেরকে তাদের রোল মডেল ভাববে। আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তিকে সরকার অনেক দূর নিয়ে যাচ্ছে। এতে করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আরও ত্বরান্বিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।
অনুষ্ঠানের শুরুতে বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আলোচনা শেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠক শহীদ পাটোয়ারীর নির্দেশনায় নাটক ‘৩২ জানালা’ মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, বিজয় মেলার আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ অগণিত সাধারণ মানুষ উপস্থিত থেকে জেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।