সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

২শ’ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন
মিজানুর রহমান ॥

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্যাপনে ২শ’ বীর মুক্তিযোদ্ধাকে একসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ফুলেল শুভেচ্ছায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)সহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমরা বাঙালি-এটাই আমাদের বড় পরিচয়। সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। আমাদের দেশ শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা বিশ্বাস করি, তাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার শক্তি টিকে থাকুক।

তিনি বলেন, যতোদিন মুক্তিযোদ্ধা এবং তাঁদের রক্ত এ বাংলার মাটিতে থাকবে ততোদিন এ দেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, সাবেক সহকারী কমান্ডার ইয়াকুব মাস্টার, মহসীন পাঠান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, আরডিসি মোঃ খোরশেদ আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ সংবর্ধিত দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সম্মানী তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়