সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে গুলিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গুরুতর আহত
পাপ্পু মাহমুদ ॥

মঙ্গলবার রাত ১টায় হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী একেএম মজিবুর রহমানের বাসভবনে তার ওপর হামলা চালানো হয়েছে। ধড্ডা গ্রামের নিজ বাসভবনে এই হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্র্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহতের ভাই কামাল বেপারী জানান, রাত প্রায় ১টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় (যে কক্ষে আমার ভাই ঘুমান) গুলি করে। অল্পের জন্যে আমার ভাই প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এখনো শঙ্কামুক্ত নয়। গুলির শব্দ শুনে আমরা ডাক-চিৎকার দেই। বাড়ির লোকজনের ডাক-চিৎকার শুনে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। বর্তমানে কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছে। আমি ও আমাদের হাজীগঞ্জ সার্কেলের এএসপি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়