প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
মঙ্গলবার রাত ১টায় হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী একেএম মজিবুর রহমানের বাসভবনে তার ওপর হামলা চালানো হয়েছে। ধড্ডা গ্রামের নিজ বাসভবনে এই হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্র্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতের ভাই কামাল বেপারী জানান, রাত প্রায় ১টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় (যে কক্ষে আমার ভাই ঘুমান) গুলি করে। অল্পের জন্যে আমার ভাই প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এখনো শঙ্কামুক্ত নয়। গুলির শব্দ শুনে আমরা ডাক-চিৎকার দেই। বাড়ির লোকজনের ডাক-চিৎকার শুনে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। বর্তমানে কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছে। আমি ও আমাদের হাজীগঞ্জ সার্কেলের এএসপি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।