সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

কড়ইয়া ও বিতারায় ইউপি চেয়ারম্যান পদে লড়াই করছেন দুই নারী
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন দুই নারী প্রার্থী। কড়ইয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন এবং বিতারা ইউনিয়নে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ চেয়ারম্যান পদে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ফারহানা পারভীন সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সমাজে নারীদের নেতৃত্বকে এগিয়ে নেয়াসহ জনকল্যাণমূলক কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম সওদাগর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিসান আহমেদ পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম মালেকসহ ৯জন প্রার্থী। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী তরুণ নেত্রী ফারহানা পারভীন এ প্রতিবেদকের সাথে তার নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, তিনি তার অনুকূলে একটি নির্বাচনী ¯্রােতধারা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সু-সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় তিনি তার অবস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন বলেও আশাবাদী। তিনি আরো জানান, তিনি নির্বাচিত হলে কড়ইয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ থেকে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক নির্মূল কার্যক্রম পরিচালনা, নারীদেরকে শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্যে উৎসাহ ও সহযোগিতা প্রদান এবং এলাকার মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন।

অপরদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসহাক সিকদার, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, অর্থ সম্পাদক ইসমাইল ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী শাহজাহানসহ ১৫ জন প্রতিদ্বন্দ্বী। সালমা শহীদ জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ওই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী কর্মকা-ে সকলকে নিয়ে কাজ করে একটি আধুনিক ইউনিয়ন গঠন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়