প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনা : সোমবার ১৮২ জনে ৬৯ জনের পজিটিভ ॥ সদরে ৪৩
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮২ জনে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। গতকাল সোমবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৭.৯১%। ৬৯ জনের মধ্যে সদর উপজেলায়ই ৪৩ জন। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৪৩, হাজীগঞ্জে ৫, কচুয়ায় ৩, ফরিদগঞ্জে ৫, শাহরাস্তিতে ১১ ও হাইমচরে ২ জন। গতকাল রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানা যায়।
|আরো খবর
এদিকে নতুন আক্রান্ত ৬৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৭৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৩৩ জন, মারা গেছেন ১২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৮২ জন। এদিকে মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায়ই হচ্ছে ২৭২১ জন। আর মোট মৃত্যু ১২৭ জনের মধ্যে সদরে ৪৯ জন।