প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০০:০০
হটলাইনে আবেদনের প্রেক্ষিতে ২য় দিন
৯০ জন পেলো প্রধানমন্ত্রীর উপহার
চলমান করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর উপহার কার্যক্রমের অংশ হিসেবে ৯০ জন পেলো প্রধানমন্ত্রীর উপহার। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গতকাল সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
|আরো খবর
হট লাইনের ২টি নম্বরে যারা আবেদন করেছেন, তাদের মধ্য থেকে বিভিন্ন পাড়া-মহল্লায় বসবাসরত ৯০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে মোটর সাইকেলে করে প্রধানমন্ত্রীর উপহার ৭ কেজি করে চাল পৌঁছে দেয়া হয়। জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের হট লাইনে আবেদন করে যারা নাম অন্তর্ভুক্ত করাবেন, পর্যায়ক্রমে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হবে।