রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫

হাজীগঞ্জে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

নিরাপদ খাদ্য গ্রহণে নিজেদেরকে সচেতন হতে হবে : উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন

কামরুজ্জামান টুটুল
নিরাপদ খাদ্য গ্রহণে নিজেদেরকে সচেতন হতে হবে : উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন

হাজীগঞ্জে দুদিন ধরে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। হাজীগঞ্জের হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে এই প্রশিক্ষণে ৫টি ব্যাচে ১২৫ জন অংশ নেন। গত সোমবার প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসীর মামুন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নূর হোসেন রুবেল।

প্রশিক্ষণে নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকলে অফিসার ডাঃ ইফফাত রুবাইয়া নাসির। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং উপজেলা পরিষদের আয়োজনে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বাজার দর পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটি। প্রশিক্ষণে জনসচেতনতার লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তন ও অফিসার্স ক্লাবে আয়োজিত প্রশিক্ষণে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন বলেন, আমাদের নিজেদের খাদ্য আমরা কতটুকু বিশুদ্ধ খাবো সেটা আমাদেরকে দেখতে হবে। বিশুদ্ধ খাদ্য অভ্যাস আমরা নিজেরা গড়ে তুললে এক সময় ভেজাল বিক্রেতারা ভেজাল দেয়া বন্ধ করে দিবে। আইন প্রয়োগ করে নয়, জনসচেতনতায় নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করা সম্ভব।

প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা ডেপেলপমেন্ট ফ্যাসিলিলেটর (ইউডিএফ) মোহাম্মদ সফি উল্যাহ প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকগণ এবং নিরপাদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়