রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০

ফরিদগঞ্জে কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন

নূরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জে কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন

ফরিদগঞ্জে কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্যে স্থান পরিদর্শন করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ। ২৭ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার প্রস্তাবিত ৬টি স্থান পরিদর্শন করেন কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ আক্কাছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, সমাজকর্মী হাজী কামরুল হাসান সাউদ ও প্রস্তাবিত জমির মালিকের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্যাহ সাউদ।

প্রস্তাবিত ৬টি স্থানের মধ্যে রয়েছে ফরিদগঞ্জ পৌর এলাকার রূপসা সড়কের পাশে, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের পার্শ^বর্তী স্থানটি। ওই স্থানটি শিক্ষাবান্ধব পরিবেশে হওয়ায় সুন্দর, মনোরম বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। এছাড়া চান্দ্রা, কেরোয়ার দুটি স্থান, বড়ালী স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ও বেলতলায় রূপসা রোডের পাশে স্থান রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সমাজকর্মী কামরুল হাসান সাউদ ও জমির মালিকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ বলেন, বর্তমান সরকার দেশে কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করছে। আমরা কেবল মৌজা মূল্যে সম্পত্তি দিতে একমত পোষণ করছি। এতে সরকারের অর্থের সাশ্রয় ও শিক্ষাবান্ধব পরিবেশে কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষা ও জীবন মানের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এ সম্পত্তি নির্বাচিত করা হলে সরকারের অর্থের সাশ্রয় হবে বলে আমরা মনে করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়