প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১
খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও শরিফুল হাসান
প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের পাঠদান করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।
|আরো খবর
গত ২৭ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে পাঠদান করান তিনি। এ সময় ইউএনও ওই বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের পাশে বসে তাদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা-খেলাধুলা করার জন্যে উপদেশ দেন। এর আগে ইউএনও আকস্মিক জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল, শিক্ষানুরাগীসহ অভিভাবকরা।