শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১

হাজীগঞ্জের কৃষক সেলিম হত্যার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জের কৃষক সেলিম হত্যার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেফতার
ছবি: হত্যাকাণ্ডের শিকার সেলিম কবিরাজ।

হাজীগঞ্জে কৃষক মো. সেলিম হোসেন কবিরাজ (৪৫) হত্যা মামলার প্রধান আসামী একই এলাকার আলী আকবর কাজীকে (৬০) গ্রেফতার করেছে যৌথবাহিনী। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের একটি অভিযানিক দল। এরপরেই তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়ে। আসামী আলী আকবর কাজী উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েস্বর গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল ওহাবের ছেলে। হত্যাকাণ্ডের শিকার সেলিম একই গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কালুর ছেলে।

সেলিম কবিরাজ হত্যার পরদিন তার ছেলে ইয়াছিন হোসেন সবুজ বাদী হয়ে নামীয় ৭জন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন মামলার অপর আসামী নূরুল ইসলাম কাজীকে গ্রেফতার করা হয়। বর্তমানে নূরুল ইসলাম কাজী জেলহাজতে রয়েছেন। তিনি কাজী বাড়ির আলী আজ্জম কাজীর ছেলে। মামলার প্রধান আলী আকবর কাজীকে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) গাজীপুর থেকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের অভিযানিক দল।

কৃষক সেলিম কবিরাজ হত্যা মামলার প্রধান আসামীকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আরো বলেন, বাকি আসামীদের সহসাই আইনের আওতায় আনা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়