প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৩
ফরিদগঞ্জে আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্টের শীতবস্ত্র বিতরণ
সাধারণ মানুষের সেবা হলো এবাদত : জেলা জামায়াতের আমীর
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারস্থ আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক এফএভিপি শামছুল আলম ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি খালেদ হোসেন বিএসসি ও সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির বক্তব্য রাখেন। এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের মতো সকল প্রতিষ্ঠান এবং বিত্তবানরা এগিয়ে আসলে সাধারণ মানুষ শীতে কষ্ট পাবে না। সাধারণ মানুষের সেবা হলো ইবাদত। এলাকার উন্নয়ন করতে হলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে।