প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫
চট্টগ্রাম বিভাগীয় শিরোপাজয়ী ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়
অসামান্য অর্জনের কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুর জেলা ক্রিকেট দল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রিকেট সংস্থার আয়োজনে দলের খেলোয়াড়দের ও স্টাফদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার (২২ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, এই অসামান্য অর্জনের কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের। এছাড়াও কোচসহ সাপোর্টিং স্টাফদেরও ভূমিকা রয়েছে। সংগঠকরা যদি খেলোয়াড় তৈরির জায়গা না করে দিতেন, তাহলে ভালো খেলোয়াড় বের হতো না। আমি চাই আমাদের সেরারা বাছাই হয়ে খেলে আমাদের জেলার সুনাম বৃদ্ধি করবে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক জায়েদ আল রিফাই, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, কোচ শামীম ফারুকী, টিম কোচ পলাশ কুমার সোম, টিম ম্যানেজার রিপন কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ঐশ্বর্য, মোরসালিন, জ্যোতি, রাহাত, বিভাগীয় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সালমান জাহান প্রমুখসহ উপস্থিত ছিলেন দলের খেলোয়াড় সহ তাদের অভিভাবকরা। চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা হচ্ছেন : শাহেদ আফ্রিদী, সালমান জাহান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কর রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান ও জিহাদ গাজী । অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পযার্য়ের ফাইনালে ফেনীর বিরুদ্ধে চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল ৮ উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।