প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯
চলে গেলেন গুণী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ
চলে গেলেন হাজীগঞ্জের গুণী শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ। (ইন্না লিল্লাহি........রাজিউন)। তিনি হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বাদ জোহর হাজীগঞ্জে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সে সময় তাঁর অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
বাদ আসর তাঁর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার লাওকোরা বেপারী বাড়িতে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়।