শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

যারা মানুষের জানমাল ও ইজ্জত নিরাপদ রাখে না, তারা প্রত্যাখ্যাত হবে : শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

যারা মানুষের জানমাল ও ইজ্জত নিরাপদ রাখে না, তারা প্রত্যাখ্যাত হবে : শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
হানারচর ইউনিয়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক ক্ষমতার পালাবদল দেখেছে, অনেক সরকারের শাসন দেখেছে ,এখন মানুষ আর গতানুগতিক ক্ষমতার হাতবদল দেখতে চায় না । মানুষ এখন সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আদর্শবান ব্যক্তিদের হাতে ক্ষমতা দিতে চায়, এ ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ । কারণ বিগতদিনে এ নোংরা রাজনীতির শিকার হয়েছে এদেশের হাজারো কৃষক-শ্রমিক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। এতিম হয়েছে আমার হাজার হাজার সন্তানেরা। বিধবা হয়েছে অসংখ্য মা-বোন। পাচার হয়ে গিয়েছে আমার দেশের লক্ষ লক্ষ বিলিয়ন ডলার। যে কারণে আজ দেশের দ্রব্যমূল্য আকাশছোঁয়া। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ তাদের জীবিকা নির্বাহের জন্যে হিমশিম খাচ্ছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত এবং নির্বাচনব্যবস্থাকে দাফন করে দিয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে সম্প্রীতির রাজনীতি জনগণের অন্তর থেকে মুছে ফেলা হয়েছে, সংঘাত ও সহিংসতার রাজনীতির জন্ম দেওয়া হয়েছে। আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করতে চাই। একই ঘরে দল-মতের পার্থক্য থাকবে, কিন্তু প্রতিপক্ষ তৈরি হবে না, হানাহানি মারামারির ঘটনা ঘটবে না। ইসলামকে যদি আমরা ক্ষমতায় নিতে পারি, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে একজন নাগরিকের পাওনা সকল চাহিদা পূরণ করা হবে। আপনি কোনো এমপি-মন্ত্রী-চেয়ারম্যান-মেম্বারের ধর্ণা ধরা লাগবে না। কারণ বিধবা, এতিম, বয়স্ক, পঙ্গু, অন্নহীন, বস্ত্রহীন, ভূমিহীন সকলের তালিকা রাষ্ট্রের তথ্য ভাণ্ডারে থাকবে। ওই তালিকা অনুযায়ী আপনার পাওনা আপনার দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, যাদের হাতে মানুষের জানমাল ও ইজ্জত নিরাপদ নয়, আগামী নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তাই আগামীতে আপনারা যদি সৎ, যোগ্য, আদর্শবান আমানতদার ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারেন, তাহলেই একমাত্র আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হবে। সমাজের দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং হানারচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান । উপস্থিত ছিলেন মাওলানা হেলাল আহমদ (প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা), ডা. মোহাম্মদ বেলাল হোসেন (সভাপতি, ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখা), মাওলানা সাব্বির আহমেদ ওসমানী (সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর সদর উপজেলা শাখা), শেখ মো. হাবিবুর রহমান (সভাপতি, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখা), মো. মাইনুদ্দিন (সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ)সহ ১৩নং হানারচর ইউনিয়ন শাখাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়