প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:৪২
ভাষাসৈনিক আবদুল জলিলকে মরণোত্তর সম্মাননা প্রদান
লাকসাম প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক লাকসাম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষাসৈনিক মো. আবদুল জলিলকে (১৯৩৬-২০১৯) মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার প্রয়াত মো. আবদুল জলিলের বড়ো ছেলে সাপ্তাহিক লাকসামের ভারপ্রাপ্ত সম্পাদক মো. নুরউদ্দিন জালাল আজাদের নিকট সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ, সিনিয়র সাংবাদিক মো. কামরুল ইসলাম ।