শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ২১:১৯

নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন

অনলাইন ডেস্ক
নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির  কাছে জেলেদের  লিখিত আবেদন

চাঁদপুরের মেঘনা নদীতে সরকারি অভিযানবিহীন জেলেদের মৎস্য আহরণে নৌ পুলিশ কর্তৃক হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিকট লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জেলেরা।

শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া হাই স্কুল মাঠে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সভায় উপস্থিত হলে স্থানীয় জেলেদের একটি দল জেলা বিএনপির শীর্ষ এই নেতার কাছে তাদের অভিযোগপত্রটি তুলে দেন।

অভিযোগে বলা হয়, আমরা চাঁদপুরে সাধারণ জেলে নদীতে মৎস্য আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করছি। গত বাইশ দিনের মা ইলিশ রক্ষা অভিযান আইন মেনে পালন করেছি।নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে গেলে নৌ পুলিশ নৌকা, জাল, এমনকি মানুষ পর্যন্ত আটক করে বিকাশে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকার বিনিময়ে আমরা ছাড়া পাই। আমরা যাতে পুলিশি হয়রানি হতে রক্ষা পেয়ে নির্বিঘ্নে নদীতে জাল বাইতে পারি এবং জীবিকা নির্বাহ করতে পারি সেই ব্যবস্থা করে দিলে আমরা গরিব জেলেরা কোনো রকম জীবনযাপন করতে পারবো। উক্ত বিষয়ে জেলা বিএনপির সভাপতির সুদৃষ্টি কামনা করেন তারা।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে নৌ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়