শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:১০

ফরিদগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও চোরাইকৃত মালামালসহ চোর আটক

ফরিদগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও চোরাইকৃত মালামালসহ চোর আটক
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ থানা পুলিশ দশ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী ও চোরাইকৃত টিউবওয়েলের মালামালসহ এক চোরকে আটক করেছে।

উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি এলাকা থেকে মনির হোসেনকে শুক্রবার (১৫ নভেম্বর) আটকের পর আদালতে প্রেরণ করে। জানা গেছে, পশ্চিম বড়ালি গ্রামের মনির হোসেনের বসত ঘরের পাশে বসানো ডিপ টিউবওয়েলটি কিছুদিন পূর্বে চুরি হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের (১৪/২৪৭, তারিখ- ১৪/১১/২০২৪ ) করলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম একই গ্রামের অভিযুক্ত মনির হোসেনের ঘর থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করেন এবং তাকে আটক করেন।

এদিকে অপর একটি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত মো. রুহুল আমিন নামের এক আসামীকে উপজেলার আলোনিয়া গ্রাম থেকে থানার এএসআই জুমায়েতের নেতৃত্বে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন পশ্চিম আলোনিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সচেতন নাগরিকদের সহায়তা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়