সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:০৯

মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিদর্শনে নৌ পুলিশ প্রধান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ।।
মা ইলিশ সংরক্ষণ অভিযান  পরিদর্শনে নৌ পুলিশ প্রধান

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে চাঁদপুর অঞ্চলের চলমান কার্যক্রমে নদী পথ ঘুরে দেখেছেন

নৌ পুলিশ প্রধান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় অতিরিক্ত আইজিপি ও নৌ পুলিশ প্রধান কুসুম দেওয়ান

চাঁদপুর অঞ্চলের বিভিন্ন স্থান নৌ পথে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নৌ পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার সাথে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বপালনে সততা ও নিষ্ঠার ওপর জোর দেন।

উক্ত পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি (ঢাকা) মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীর হোসেন এবং পুলিশ সুপার, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স,

মুক্তা ধর, পিপিএম (বার)।

সকাল ১১টায় অতিরিক্ত আইজিপি মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।

এ সময় নৌ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ও মতবিনিময় করেন।

নৌ পুলিশ প্রধান কুসুম দেওয়ান

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফল করতে নৌ পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং অভিযান চলাকালে সকল সদস্যকে আরও বেশি সজাগ থাকার নির্দেশনা দেন। আগামী ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান এই অভিযান সফল করার জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়