শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

আশিকাটিতে ৫ হাজার মানুষ পেলো ফ্রি চিকিৎসাসেবা

আশিকাটিতে ৫ হাজার মানুষ পেলো ফ্রি চিকিৎসাসেবা
অনলাইন ডেস্ক

৫ হাজার গ্রামবাসীকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঠে দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।

মূলত বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এখানে শিশু, গাইনী, চর্ম ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসক, ওষুধ ও ব্লাডগ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়ার পাশাপাশি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম ও ফারুক ও কমলা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বড়ো বড়ো ডাক্তার দেখাতে পারে না। আমরা এখানে ডাক্তার পেয়ে অনেক খুশি। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। প্রতি মাসে যদি এমন আয়োজন হয়, গ্রামের মানুষ খুবই উপকার পাবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে।

আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান বলেন, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যাদের ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়াও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করবো।

আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, এ সংগঠনটির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে কাজ করা। তার ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্যে গাড়ির ব্যবস্থা করে রেখেছি, যাতে তারা স্বাচ্ছন্দ্যে এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারেন। আমরা একটু ব্যতিক্রমভাবে কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়