শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৩:১৫

হোয়াটসঅ্যাপে বিয়ের দাওয়াত, ক্লিক করলেই বিপদ

মো: জাকির হোসেন
হোয়াটসঅ্যাপে বিয়ের দাওয়াত, ক্লিক করলেই বিপদ
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপটি কেন্দ্র করেই প্রতারণা করছেন হ্যাকাররা। প্রতিদিন নানান মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় হোয়াটসঅ্যাপে আর এই সুযোগ কাজে লাগাচ্ছে হ্যাকাররা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রায়ই বিভিন্ন মানুষ হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র পাচ্ছেন। আর সেখানে ক্লিক করলেই বিপদ।

মূলত নিমন্ত্রণপত্রের সঙ্গে একটি লিংক দিয়ে দেন হ্যাকার। মেসেজের শেষে লিংক থাকে। যেখানে লেখা থাকে নিমন্ত্রণপত্র প্রাপ্তির জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আর আগ্রহ থেকে ক্লিক করলেই বিপাকে পড়বেন। লিংক ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, যেখানে ব্যক্তিগত তথ্য,এমনকি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাওয়া হয়। লিংকে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট।

ডিজিটাল এই যুগে প্রতারকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করে অর্থ লোপাট করছে। যে ধরনের মেসেজ মানুষকে আকৃষ্ট করে এমন কিছুই সোশ্যাল মিডিয়া ইউজারদের পাঠায় হ্যাকার। সে ধারাবাহিকতায় সাইবার অপরাধীরা এই ধরনের ভুয়া বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে সকলকে বোকা বানিয়ে টাকা নিয়ে নিচ্ছে।

সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ সাইবার পুলিশ জানিয়েছে এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ তাদের সামনে এসেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই ধরনের কোনও লিংক ফোনে আসে তাহলে কখনও সেগুলোতে ক্লিক করবেন না।

তথ্যসূত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়