বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৫০

দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায় : জেলা প্রশাসক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায় : জেলা প্রশাসক
আলোচনা শেষে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।

দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায় : জেলা প্রশাসক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নতির অন্তরায়। দুর্নীতির সাথে টাকার সম্পর্ক নয়। যে কোনো অনিয়মই হচ্ছে একপ্রকার দুর্নীতি। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা কথা বললে রাষ্ট্র এগিয়ে যাবে না। আজকে যারা তোমরা এখানে আছো, এক সময় তোমরাই দেশ পরিচালনার কাজে থাকবে। দুর্নীতি সবসময় টাকার সাথে সম্পৃক্ত নয়, ওয়াদা ভঙ্গ করাও দুর্নীতি। আমরা সবসময় আঙ্গুল তুলি অন্যের দিকে, সেই আঙ্গুল নিজের দিকেও আনতে হবে। তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াও তাহলে ভবিষ্যতে আর তোমাদের দ্বারাও দুর্নীতি হবে না। শুরুটা এখন থেকেই করতে হবে। সিদ্ধান্ত এখন থেকেই তোমাদের নিতে হবে।

ডিসি বলেন, আমরা আজকে থেকেই তোমাদের মানুষ গড়ার প্রক্রিয়া শুরু করতে চাই। তোমাদের এখন থেকেই ভালো বা মন্দ সম্পর্ক শিখতে বা জানতে হবে। মিথ্যা কথা বলা যাবে না এ কথাটা এখন থেকেই তোমাদের শিখতে হবে। আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ জাতি তৈরি করতে চাই। যারা নীতিবান ও আদর্শবান হবে। সবার আগে তুমি তোমার পরিবার ও বিদ্যালয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকো।

চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আজগর হোসেন প্রমুখ।

চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা ছানাউল্ল্যাহ খান, মো. খায়রুল আহছান সুফিয়ানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে যৌথ সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস স্নেহা ও সাবিহা সাদেক আফরা।

আলোচনা শেষে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়