শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৪৬

মতলব উত্তরে নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে নদী ভাঙ্গন  থেকে রক্ষা পেতে মানববন্ধন
মতলব উত্তরে নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন।

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন করা হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় মানববন্ধন করেছেন ভাঙ্গন কবলিত এলাকাবাসী। জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকা, সোনারপাড়া, সরকারপাড়া, সানকীভাঙ্গা, নাওভাঙ্গা জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙ্গন কবলিত নদীর পাড়ে মানববন্ধনে অংশ নেন ভাঙ্গন কবলিত এলাকাবাসী। মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবত মেঘনা নদীর ভাঙ্গনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়ি-ঘর ও কৃষি জমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩শ’ মিটার ও উত্তরদিকে আরো ১শ’ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা করা না হয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহণে পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেন সোনারপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল আজিজ প্রধান, মোঃ মনির হোসেন খান, মোঃ মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মোঃ শাহীন প্রধান, ওমর আলী বেপারী, তোফায়েল কবিরাজ, হেলাল প্রধান, মুক্তার হোসেন বাঘসহ এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়