বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৭:৪৮

অসহায়দের মাঝে শিক্ষার্থীদের খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
অসহায়দের মাঝে শিক্ষার্থীদের খাদ্য সহায়তা বিতরণ
কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ লোকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে প্রায় শতাধিক ব্যক্তির মাঝে এসব খাদ্য সহায়তা উপহার হিসেবে বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ ও লবণ। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ফজলুল হক, সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ সরকার, জেলা কমিটির যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, প্রচার সম্পাদক মো. আফজাল হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথ শিশু অধিকার চাঁদপুর’-এর সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান খান। উদ্যোক্তা শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জোবায়ের আহম্মেদ খান, শাহাদাত হোসেন মাহির, ফাহিমুল ইসলাম, নাফিস সরকার, মো. নাজিম উদ্দিন ও সাহিদুল ইসলাম। শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ খান জানান, আজকের এই কার্যক্রম ছাড়াও ইতোমধ্যে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে কচুয়ায় বন্যা দুর্গত লোকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়