প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ২৩:৫৭
চাঁদপুর শহরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং, আহত ১
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। আরেকজনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ (১৫) শহরের ব্যাংক কলোনীর স্বপন সরকারের ছেলে।
এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনার পর প্রকাশ্যে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
স্থানীয়রা জানান, একদল কিশোর গ্যাং ধারালো অস্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে দুই কিশোরকে এলোপাথারি কোপাতে থাকে। আশপাশের লোকজন এই অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে সঙ্ঘবদ্ধ কিশোর গেং বাস স্ট্যান্ড এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত দুই কিশোরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক সাঈদ নামে একজনকে মৃত ঘোষণা করে। অপরজনের অবস্থাও আশংকা জনক।
খবর পেয়ে নিহতের মাসহ স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।
নিহতের মা বলেন, আমি তাদের চিনিনা। তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’