প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
কচুয়া উপজেলার দোঘর গ্রামে নিখোঁজের ২ দিন পর আব্দুল কাইয়ুম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে তার লাশের সন্ধান মিলে। আব্দুল কাইয়ুমের বাবা আরিফ হোসেন জানান, গত রোববার বিকেলে তার ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের পর অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পরদিন সোমবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। মঙ্গলবার দুপুরে আমার বড় ভাই ঘাস কাটতে বাড়ির পাশে ফসলি জমিতে গেলে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। আব্দুল কাইয়ুম শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ছিল।
|আরো খবর
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মঙ্গলবার শিশুটির মৃতদেহ পাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ফুটফুটে চেহারার অধিকারী শিশুটির মৃত্যুতে তার মা-বাবার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।