প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৯:৩০
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান
ঈদের আগে প্রধানমন্ত্রীর ৫০ হাজার টাকা করে অনুদান পেয়ে তারা মহাখুশি
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥ ঈদের সময় যদি কোনো অসহায় দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগির পরিবার ৫০ হাজার টাকা অনুদান পায়, আর সে অনুদানটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়, তাহলে সে পরিবারে যে কতটা আনন্দের বন্যা বয়ে যায় তা চেক গ্রহণকালে তাদের চোখে-মুখে হাসির ঝিলিক দেখেই বুঝা গেছে। গত সোমবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই চেক দেয়া হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, লিভার সিরোসিসসহ বেশ কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অস্বচ্ছল রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার ২৮৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৪১ লাখ ৫০হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৪৮ জনকে ২ লাখ ৮৪ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অস্বচ্ছল রোগীদের মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা ঈদের আগে পৌঁছে দেয়ার জন্যে চেষ্টা করেছি। ইনশাল্লাহ সফল হয়েছি। দীর্ঘমেয়াদী এই রোগীরা বুঝে যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন কাটে। সরকার এমন আরো ১৪০ রকমের সাহায্য সহায়তা দিচ্ছে। চাঁদপুর ছাড়াও সব জেলাতেই এ ধরনের চিকিৎসা খাতে অনুদান দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বড় ধরনের যেসব রোগের কথা বলা হয়েছে সেসব রোগের জন্যে সমাজসেবা দপ্তরে আবেদন করলে অবশ্যই তার জন্যে অনুদান পাবেন। আর এ ধরনের রোগের চিকিৎসার জন্যে সরকারি হাসপাতালগুলো বেছে নিবেন। সরকারি হাসপাতালের উন্নত চিকিৎসায় আপনার খরচ অনেকটাই কম হবে। চেষ্টা করবেন প্রতারিত যেন না হন। আমাদের সচেতন হওয়া দরকার। আমরা সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।