বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৯

শিক্ষকতা শুরুর দিন

রোকাইয়া মীরা
শিক্ষকতা শুরুর দিন

২০১৯ সাল। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমি যখন প্রথমবারের মতো শিক্ষকতা শুরু করি, তখন আমার মধ্যে অনেক কিছুই অজানা ছিল। স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, কিন্তু বাস্তবে যখন ক্লাসে দাঁড়িয়ে পড়লাম, তখন মনে হলো, পুরো পৃথিবী যেন আমার দিকে চেয়ে আছে।

আমার প্রথম স্কুল ছিল একটা সরকারি স্কুল, সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। শিক্ষক হওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, আর অবশেষে সেই সুযোগটা এল। প্রথম দিন ছিল খুবই উত্তেজনা ও উদ্বেগে পূর্ণ। আমি জানতাম, ক্লাসরুমে যা হবে, তার সব কিছু আমার উপর নির্ভর করবে।

প্রথম দিন স্কুলে গিয়ে যে অনুভূতিটা হয়েছিল, সেটা কখনো ভুলব না। ছোট ছোট ছেলে-মেয়েরা আমার দিকে তাকিয়ে ছিল, আর আমি ছিলাম সশঙ্ক ও নির্দিধায়। আমার পকেটে ছিল কিছু পরিকল্পনা, কিছু পাঠ্যসূচি, কিন্তু তা বাস্তবে প্রয়োগ করা একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা ছিল। কীভাবে তাদের মনোযোগ আকর্ষণ করব, কীভাবে সঠিকভাবে ক্লাস পরিচালনা করব—এই সব চিন্তা করতে করতে সময় চলে যাচ্ছিল।

প্রথম ক্লাস শুরু করার আগে আমি একটু দম নিয়েছিলাম। তবে যখন আমি দাঁড়িয়ে গেলাম, আমার সবার সামনে, অনুভব করলাম, আমার দায়িত্ব শুধু পড়ানো নয়, তাদের জীবনে কিছু ভালো প্রভাব ফেলা। আমার ক্লাসের প্রথম বিষয় ছিল বাংলা সাহিত্য। আমি একে একে তাদের সামনে সাহিত্য এবং তার গহিন সমুদ্রের কিছু গল্প তুলে ধরলাম।

যতবারই ছাত্রদের চোখে চোখ পড়ে, মনে হচ্ছিল, আমি কোনো কিছুর মাধ্যমে তাদের জীবনে কিছু ভালো কিছু দিতে পারছি। কিছু কিছু শিক্ষার্থী ছিল যারা খুবই কৌতূহলী ছিল, এবং তারা ক্লাসে প্রশ্ন করত। প্রথমে তাদের প্রশ্নে একটু অসহায় বোধ করলেও, পরবর্তী সময়ে বুঝতে পারলাম, এই প্রশ্নগুলোই শিক্ষকের

জন্য সবচেয়ে বড় উপহার।

ক্লাস শেষ হওয়ার পর, এক ছাত্রী এসে বলল, "আপনি খুব ভালো পড়ান, স্যার।" কথাটি আমার কাছে ছিল খুব মূল্যবান। তখন বুঝলাম, শিক্ষকতা শুধু শিক্ষাদান নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে ছাত্রদের জীবনযাত্রায় আপনি কিছু কিছু নতুন দিশা দিতে পারেন।

প্রথম দিন শেষে আমি যখন বাড়ি ফিরলাম, আমার মনে হচ্ছিল, আমি শুধু পড়াচ্ছি না, বরং তাদের ভবিষ্যতের অংশীদার হয়ে উঠছি। শিক্ষকতার প্রথম দিনটি ছিল চরম উত্তেজনা, চ্যালেঞ্জ, আর অবশেষে গর্বের মুহূর্ত। আমি জানতাম, এই পথটা সহজ হবে না, তবে শিখতে শিখতে, ছাত্রদের পাশে দাঁড়িয়ে, আমি এই যাত্রাকে উপভোগ করব।

আজও যখন প্রথম দিনের কথা মনে করি, আমি কৃতজ্ঞ। কারণ, শিক্ষকতার প্রথম দিন আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিল, যা আজও চলমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়