প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২১:১৮
উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনকালে জেলা প্রশাসক
বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ছেলে-মেয়ের স্কাউট আন্দোলনে শামিল হওয়া উচিত
চাঁদপুর জেলা স্কাউটসের আয়োজনে ৭ নভেম্বর বৃহস্পতিবার উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।জেলা স্কাউট ভবনের হল রুমে জেলা কমিশনার সামসুল আমিন (এল.টি.)-এর সভাপতিত্বে এই পি এল কোর্সে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অজয় কুমার ভৌমিক।
|আরো খবর
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ মোহসীন উদ্দিন বলেন, দেশের বর্তর্মান পরিস্থিতিতে প্রত্যেক ছেলে- মেয়েকে স্কাউট আন্দোলনে শামিল হওয়া উচিত। একজন স্কাউট সৎ ও সুশৃঙ্খল ভাবে বেড়ে উঠে। তিনি আরো বলেন, যেসব আগ্রহী ও মেধাবী দরিদ্র স্কাউট অর্থাভাবে স্কাউট ড্রেস কিনতে পারে না, তিনি তাদের পোশাকের ব্যব্স্থা করে দেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, বাংলাদেশ স্কাউটসের চাঁদপুর-লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক পূরবী সরকার, ডি আর সি ( গ্রোথ এন্ড স্ট্র্যাজিক) আলম আরা সাফি এল. টি., হাফেজ আহমেদ এ. এল. টি., উপজেলা স্কাউটস চাঁদপুর সদর-এর কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী এ. এল. টি. প্রমুখ।
চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রায় ১২০ জন স্কাউট উপদল নেতা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।