বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

'প্রথম আলোর শক্তি তার কলম আর পাঠক

অনলাইন ডেস্ক
'প্রথম আলোর শক্তি তার কলম আর পাঠক

প্রথম আলোর কাছে দুটি অস্ত্র আছে। একটি হলো তার কলম, আরেকটি হলো তার পাঠক। এই দুটি অস্ত্র নিয়ে দীর্ঘ ২৬ বছর ধরে প্রথম আলো এদেশের অপশক্তির বিরুদ্ধে,দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। 'জেগেছে বাংলাদেশ' এই স্লোগানে আগামীতেও এভাবে লড়ে যাবে প্রথম আলো। শুধু তাই নয়, তারা তৈরি করছে অসংখ্য আলোকিত মুখ, বুদ্ধিজীবী। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। শুক্রবার সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে প্রথম আলো বন্ধুসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেন ও সাধারণ সম্পাদক কামরুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। এর আগে সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার সদস্যরা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন বলেন, আমি প্রথম আলোর জন্মলগ্ন থেকে পড়ি, এখন আমার পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে সবাই পড়ে। কারণ প্রথম আলোতে যা চাই তাই পাই। বিশেষ করে কিশোরী আলো, বিজ্ঞান চিন্তা আমার সন্তানদের কাছে দারুণ পছন্দের। আমি মনে করি এটা একটা বুদ্ধিজীবীদের পত্রিকা। তারা সাংবাদিকতার মাধ্যমে দেশে বুদ্ধিজীবী তৈরি করেন। এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে।

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাবুল বলেন, প্রথম আলো আজকে 'জেগেছে বাংলাদেশ' স্লোগান নিয়ে যেভাবে এগিয়ে এসেছে দেশ ও জনগণের কল্যাণে, এভাবে সব সময় সাহসিকতার সাথে এগিয়ে যাবে। দেশকে আরো আলোকিত করবে।

চাঁদপুর মডার্ন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক বলেন, আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুশিক্ষা দিতে হবে। কারণ আমাদের দেশে এখন সুনাগরিকের অভাব, সুশিক্ষার অভাব। এই অভাব দূর করতে আমাদের প্রথম আলো আগামীতে বড়ো ভূমিকা রাখবে।

প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার বিদায়ী সভাপতি রিফাত কান্তি সেন বলেন, প্রথম আলোর কাছে দুটি অস্ত্র আছে। একটি হলো তার কলম আরেকটি হলো তার পাঠক। এই দুটি অস্ত্র নিয়ে দীর্ঘ ২৬ বছর ধরে প্রথম আলো এদেশের অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আগামীতেও এভাবে লড়ে যাবে।

এর আগে বড়স্টেশন মেঘনা পাড়ে শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ শিশু শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিন বিভাগের ৫ জন করে ১৫জনকে সনদ ও পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। এছাড়া নদী পাড়ের ছিন্নমূল শিক্ষা বঞ্চিত ৫০জন শিশুকে পাঠ্যবই বিতরণ করা হয়। এ সময় প্রথম আলো বন্ধু সভার লরেন গান, অথৈই নৃত্য পরিবেশন করে। সবশেষে অতিথি ও শিশুদের নিয়ে কেক কেটে প্রথম আলোর জন্মদিন পালন করা হয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়