প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:২০
জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশের যৌথসভা
![জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশের যৌথসভা](/assets/news_photos/2023/06/20/image-34526-1687234904bdjournal.jpg)
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ শে জুন বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালের ৪র্থ তলায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশের আহ্বায়ক অ্যাডঃ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। সংগঠন দুটির জেলা আহ্বায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদ গাজী।
|আরো খবর
সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান খান, আনোয়ার হোসেন মাঝি, মাওলানা জসিমউদ্দিন, জয়নাল আবেদীন মাস্টার, অধ্যাপক রুহুল আমিন, সার্ভেয়ার মোশারফ হোসেন, অ্যাডঃ রেহেনা ইয়াছমিন কচি, অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, আবুল কালাম আজাদ, ইউছুফ মিয়াজী, অধ্যাপক সাইফুল ইসলাম খান, অধ্যাপক আহমদ উল্লাহ, ব্যাংকার লোকমান হোসেন, ব্যবসায়ী ফজলুর রহমান, মিজানুর রহমান মিজি, খোকন প্রধানীয়া প্রমুখ।