শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মেঘনা নদীতে বজ্রপাতে আরো এক জেলে নিখোঁজ

মেঘনা নদীতে বজ্রপাতে আরো এক জেলে নিখোঁজ
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদরে মেঘনা নদীতে ইলিশ শিকার করার সময় বজ্রপাতে নুরু মোল্লা (৫০) নামে আরো এক জেলে নিখোঁজ রয়েছেন। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ছয়টার সময় সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত জেলের বাড়ি ওই ইউনিয়নে। তিনি শহীদ বেপারীর মৎস্য আড়তের জেলে ছিলেন।

এলাকা সূত্রে জানা গেছে, নুরু মোল্লা তার দুই ছেলেকে সাথে নিয়ে নিজের নৌকায় নদীতে মাছ ধরছিলেন। ফজর নামাজের পর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়, সাথে বজ্রপাতও। হঠাৎ তার মাছ ধরা নৌকায় বজ্রপাত হলে নুরু মোল্লা নদীতে পড়ে যায়। এ সময় তার দুই ছেলে সামান্য আহত হলেও তাদের তেমন সমস্যা হয়নি। মাছ ধরার নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়নি। বজ্রপাতের সাথে সাথে তিনি নদীতে তলিয়ে যান। এদিকে, গত ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে মনসুর হাওলাদার (৫০) নামের এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ রয়েছেন। গত তিনদিনেও সেই জেলের লাশ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় তার এক ভাই আলী আহম্মদ আহত হন। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি হানারচর হরিণাবাজার এলাকায়।

এ নিয়ে দুদিনের ব্যবধানে পৃথক বজ্রপাতে ২ জন জেলের মৃত্যু হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়