প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:০৮
প্রধানমন্ত্রীর দয়ায় এখন ভিটেবাড়ির মালিক বিষ্ণুপুরের ঝর্ণা
ঝর্ণা আকতারের (৩৫) স্বামী খোকন খাঁ কৃষি কাজ করেন। স্বামীর কোনো ভিটেবাড়ি ছিলো না। ছোট্ট একটি দোচালা ঝুপড়ি ঘরে থাকতে হতো এই পরিবারকে। দুই ছেলে নিয়ে টানাপোড়েনের সংসারে জায়গা নিয়ে ঘর করবে এমন সামর্থ্যও নেই ঝর্ণা আক্তারের। সেই ঝর্ণার দুঃখ ঘুচতে যাচ্ছে। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ২ শতক জমিসহ তিনি একটি পাকা ঘর পেয়েছেন। এ ঘরে শয়নকক্ষের পাশাপাশি থাকছে রান্নাঘর ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও। ঝর্ণা আক্তারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বিষ্ণুপুর গ্রামে।
|আরো খবর
রোববার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন-গৃহহীন ২০ জন প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে নতুন ঘরের চাবি বুঝে পেয়েছে। এর মধ্যে ঝর্ণা আক্তারও রয়েছেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার হাতে জমির দলিলসহ নতুন পাকা ঘরের চাবি তুলে দেন।
এ সময় ঝর্ণা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় জায়গা ও ঘরের মালিক হয়েছি। অনেক ভালো লাগছে। শেখ হাসিনা অনেক ভালো মানুষ। তিনি দেশের অনেক উন্নয়ন করছেন।
ঝর্ণা আক্তারের মতো চাঁদপুরে নতুন করে ১০৯টি ভূমি ও গৃহহীন পরিবার এই ঘর পেলো। মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।