সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:২২

চাঁদপুরে ঘন কুয়াশায় দুলঞ্চের মুখোমুখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ঘন কুয়াশায় দুলঞ্চের মুখোমুখি সংঘর্ষ
চাঁদপুরে মেঘনা নদীতে শনিবার দিনগত রাতে ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।

চাঁদপুরে গভীর রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই লঞ্চের বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ২২ ডিসেম্বর রোববার বেলা ১১টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর চাঁদপুর ও বরিশাল সীমানা এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন চরে আটকা পড়ে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। ওই লঞ্চের ৫৮০ জন যাত্রীকে রাতেই এমভি শুভরাজ-৯ লঞ্চের মাধ্যমে বরিশালের উদ্দেশে পাঠানো হয়।

বিআইডব্লিউটিএর চাঁদপুর ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, পরে ঢাকাগামী কীর্তনখোলা-১০ লঞ্চটি ঢাকা নদীবন্দরের উদ্দেশে যাত্রীসহ রওনা হয়। তবে লঞ্চ দুটি ক্ষয়ক্ষতি হলেও উভয় লঞ্চের কোনো যাত্রী হতাহত হয়নি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মধ্যরাতে চাঁদপুর নৌ সীমানার মেঘনা নদীতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চ ও এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড়ো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র : এনটিভি অনলাইন

ছবি ক্যাপশন :

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়