প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
সমুদ্র সৈকত দেখে লাশ হয়ে বাড়ি ফিরলেন রাশেদ
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রাশেদ গাজী (২৭)। গত শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাতে সমুদ্র সৈকত থেকে ফেরার পথে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে রাশেদ নিহত হন। তিনি কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়ো। তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ছিলেন রহিমানগর বাজারের স্টিল সামগ্রীর ব্যবসায়ী।
নিহত রাশেদ গাজীর সফরসঙ্গী ও বন্ধু ইমরান জানান, আমরা ১১ বন্ধু ৬টি মোটরসাইকেলযোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) বান্দরবান ও ২০ ডিসেম্বর কক্সবাজার রাত্রিযাপন করে পরদিন ২১ ডিসেম্বর শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছলে রাশেদ গাজী দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।
রোববার সকালে রাশেদ গাজীর গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে আসলে বন্ধুবান্ধব, নিকটাত্মীয়, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। বারবার মূর্ছা যাচ্ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবা- মা। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।