সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪১

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, নারীসহ শতাধিক আহত

মো: জাকির হোসেন
হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, নারীসহ শতাধিক আহত
হবিগঞ্জ সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণ: স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা ব্যবহারের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। গ্রামবাসীর একাংশ মসজিদের টাকা ব্যাংক একাউন্টে জমা রাখার পক্ষে থাকলেও, অপরপক্ষ আলহাজ্ব মিয়ার নেতৃত্বে এই টাকা অন্য কাজে ব্যয় করার পক্ষে মত দেয়। শুক্রবার রাতে এ নিয়ে এক বৈঠকে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের তালিকা সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মাম্মদ আলী, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, মুন্না আক্তারসহ আরও অনেকে। আহতদের মধ্যে বেশিরভাগকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বক্তব্য হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, "মসজিদের টাকা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়