সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:০১

হাজী লোকমান পাবলিক স্কুলে রেজাল্ট কার্ড বিতরণ

নতুন স্বাধীনতার কথা শিশুদের জানাতে হবে ---জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

স্টার রিপোর্টার
নতুন স্বাধীনতার কথা শিশুদের  জানাতে হবে  ---জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

রোববার (২২ ডিসেম্বর ২০২২) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমদ কাজল।

স্কুলের সহকারী শিক্ষিকা মীম আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর পৌর কমিটির সদস্য সচিব ও শ্রমিকদল নেতা ফরিদ আহমেদ মোস্তান এবং সাংবাদিক মনির হোসেন সজিব।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন চৌরাস্তা বাজারের ব্যবসায়ী এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তাহের হোসেন কবিরাজ ও শাহাবুদ্দিন আহমেদসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মনোয়ার হোসেন ও বিশেষ অতিথি ডা. সৈয়দ আহমেদ কাজলসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হাসিবুর রহমান। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ডা. সৈয়দ আহমেদ কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ী বিএনপি নেতা তাহের হোসেন কবিরাজ। এছাড়া এই দুই অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনোয়ার হোসেন বলেন, নতুন করে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই কথাগুলো ছোট্ট ছোট্ট শিশুদের জানাতে হবে। প্রজন্ম নতুন বাংলাদেশ কীভাবে করলো সে ব্যাপারে তারা জেনে আগামীর বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা রাখবে বলে আশা করি। তিনি আরো বলেন, আমার চাঁদপুরে অনেক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এ বিদ্যালয়টি অনেক ভালো মনে হয়েছে। ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষক-শিক্ষিকাদের পড়ালেখার যে আগ্রহ তা বাস্তবে দেখে গেলাম। স্কুলটি ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর। ঢাকার যে সমস্ত স্কুল আছে ওই সমস্ত স্কুলের ন্যায় হাজী লোকমান পাবলিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান অন্য অঞ্চল থেকে অনেক ভালো, যা আমি দেখেছি। আমি এই প্রতিষ্ঠানের প্রধান রোকনুজ্জামান রোকনকে বলবো, তিনি এই স্কুলটি যাতে জেলার শ্রেষ্ঠ স্কুল হয় সেভাবে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান বজায় রাখেন। আপনি যে রকম পরিপাটিভাবে বাইরে থাকেন, এই স্কুলটিও সেভাবে রাখবেন। তাহলে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা একদিন দেশের উচ্চ স্থানে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি এই স্কুলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি এবং প্রশাসনের প্রয়োজন যদি হয়, কোনো কাজে লাগে, আমাকে আপনারা জানাবেন, আমি এই স্কুলের ভালো কাজে শরিক হওয়ার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়