প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশ হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জুন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান সভাপ্রধানের বক্তব্যে বলেন, যানজট নিয়ে সম্ভাবনার প্রস্তাব নয়, সমাধান দরকার। করোনার ঢেউ আবার লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি সবাইকেই মানতে হবে। স্বাস্থ্যসেবার নামে লাইসেন্সবিহীন হাসপাতাল চালু করার সুযোগ নেই। অপূর্ণাঙ্গ হাসপাতালে মানুষের মৃত্যু হবে, সেখানে সেবা হবে না।
|আরো খবর
তিনি আরো বলেন, ২৫ জুন আলোচিত পদ্মা সেতুর উদ্বোধন হবে। বাংলাদেশের সব জেলার মানুষ বর্ণিল পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবেন। আমরাও অনুষ্ঠান উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করছি। সেখানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। সে সাথে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিবে। এ সমাবেশ হবে উৎসবমুখর। এখানে সব শ্রেণি-পেশার মানুষ মনিটরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করবে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশে মাধ্যমে জনমানুষের সমাগম হবে।
যদি বৃষ্টি না হয় তাহলে আমরা সকাল ৯টায় র্যালি বের করবো। র্যালিটি চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে চাঁদপুর স্টেডিয়ামে সমাবেশে অংশ নেবে। এছাড়া জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে করে বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা যাবে না। তাঁরা আমাদের জাতির সূর্যসন্তান। তাদের কারণেই আজ আমরা বাংলাদেশীরা এক জায়গায় বসে বৈঠক করার সুযোগ পাচ্ছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।