প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ২০:০৩
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক
উন্নয়ন কাজগুলো যথানিয়মে গুণগত মান রক্ষা করে সম্পাদনের বিষয়টি নিশ্চিত করবো
চাঁদপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২০ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক সকল দপ্তর প্রধানের উদ্দেশ্যে বলেন, এই জেলার উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নিতে আমরা সবাই একসাথে কাজ করবো। প্রত্যেক দপ্তরে গুড গভর্নেন্স (সুশাসন) চালু করতে হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে নজরদারি অব্যাহত রাখতে হবে। চাঁদপুর শহর রক্ষাবাঁধের চলমান উন্নয়ন প্রকল্পের কাজকে এগিয়ে নেয়া হবে। চাঁদপুর জেলার সকল উন্নয়ন কাজ যেনো ঠিকমতো সময়মতো যথাযথ নিয়মে হয় সেটি দেখবো এবং কাজের গুণগত মান নিশ্চিত করবো। উন্নয়ন কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। সবাই আমরা একসাথে কাজ করবো--এই প্রত্যাশা ব্যক্ত করছি। জেলা প্রশাসক জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, জেলা পরিষদের সিইও, আড়াইশ’ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।