রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

গত ২১ মে ২০২২ শনিবার বিকেল তিনটায় চাঁদপুর ডায়াবেটিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা-২০২২ আহ্বান করা হয়। এ সভা আয়োজনের পূর্বে আমরা দুটি প্রস্তুতি সভা করি। সেখানে আহ্বায়ক হিসেবে কাজী শাহাদাত ও কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সে সভায় সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম ও আইটি অফিসার উজ্জ্বল হোসাইন উপস্থিত ছিলেন। সে সভার সাফল্যের জন্যে চেক লিস্ট অনুযায়ী কর্মবন্টন করা হয়। সেমতে সঞ্চালক হিসেবে কাজী শাহাদাত, ইকবাল আজম ও উজ্জ্বল হোসাইনকে দায়িত্ব অর্পণ করা হয়। অনিবার্য কারণবশত সভার আহ্বায়ক কাজী শাহাদাত এবং শারীরিক অসুস্থতা হেতু চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম সভায় উপস্থিত থাকতে পারবে না বলে সমিতির সভাপতি ও জেলা প্রশাসককে অবহিত করেন। এছাড়া বিদ্যমান পরিচালনা পর্ষদের ২ জন সহ-সভাপতি (জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জন), যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ আরও ১৩ জন সভাটিতে যোগদান করতে পারেনি। পরিচালনা পর্ষদের ২১ জন সদস্যের মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। এমতাবস্থায় সভাটিতে কোরাম সংকট দেখা দিতে পারে বলে আহ্বায়ক হিসেবে কাজী শাহাদাত সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ও আইটি অফিসারকে সতর্ক করতে গিয়ে রেজিস্ট্রেশনকারী অতিথি ও সদস্যদের আগমনের সময় লিপিবদ্ধ করতে বলেন। জানা গেল, সভা শুরুর পূর্ব নির্ধারিত সময় বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ সভায় ৬৪-৬৫ জন সদস্য উপস্থিত হন। গঠনতন্ত্র অনুযায়ী এ সময়ে ৭৫ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম হতো এবং বৈধভাবে সভা শুরু করা যেতো। কিন্তু ৪০ মিনিট বিলম্বে ৪:৪০ মিনিটে অবৈধভাবে কোরাম পূর্ণ করে জেলা প্রশাসককে উক্ত সভায় সভাপতিত্ব করার জন্যে আসতে বলা হয়। তবে সমিতির সাধারণ সম্পাদক ও আহ্বায়কের অনুপস্থিতিতে এককভাবে সঞ্চালনার দায়িত্ব পালনকারী ইকবাল আজম গঠনতন্ত্র অনুযায়ী এ সভাটি মুলতবি করার বিষয়টি সভার সভাপতিকে না জানিয়ে সভাটি সঞ্চালনা শুরু করেন। সভাশেষে এটা নিয়ে জোর আপত্তি উত্থাপিত হলে পরদিন সমিতির সাধারণ সম্পাদকের সাথে আলোচনাক্রমে সভার আহ্বায়ক সদস্যদের হাজিরার স্বাক্ষর শীট চেক করে কোরাম সংক্রান্ত প্রকৃত উপস্থিতি নির্ণয়ের জন্যে প্রশাসনিক কর্মকর্তা ও আইটি অফিসারকে মুঠোফোনে বলেন। এ কাজটি করার কিছু সময় পর জেলা প্রশাসকের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর মঞ্জুর মোর্শেদ আকস্মিকভাবে হাসপাতালে আসেন এবং প্রধান সহকারী মুহাম্মদ জসীম উদ্দীন ফটোকপি করার সময় মূলকপি ও ফটোকপি জব্দ করে নিয়ে যান। কিন্তু প্রধান সহকারীকে জব্দ তালিকা দিয়ে স্বাক্ষর নেননি এবং সাধারণ সম্পাদক ও বার্ষিক সাধারণ সভার আহ্বায়ককে লিখিত ও মৌখিকভাবে না জানিয়ে তদন্ত শুরু করেন। তিনি হাসপাতালে দুদিনের ভিডিও ফুটেজও নিয়ে যান। সভার আহ্বায়কও ভিডিও ফুটেজ সংগ্রহ করেন এবং তাতে দেখেন বিকেল চারটার পর ১৫ জন আজীবন সদস্য উপস্থিত হয়েছেন। সে মতে চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলোতে গঠনতন্ত্র লংঘন করে চাঁদপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসককে প্রকৃত পরিস্থিতি তুলে ধরে তার বক্তব্য নিয়ে এবং বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের এফিলিয়েটেড বিভাগের পরিচালক আহাম্মদ আলীর বক্তব্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ছাপা হয়। বস্তুত এ সংবাদের প্রতিবাদ না জানিয়ে সমিতির সভাপতি হিসেবে বিদায়ী জেলা প্রশাসক অনেকটা জেদবশত একপেশে তদন্ত রিপোর্ট চাঁদপুরে তার শেষ কর্মদিবসে সম্পন্ন করান। একই সাথে আইটি অফিসারকে এককভাবে দায়ী করে তিন কার্যদিবসের সময়সীমায় কারণ দর্শানোর নোটিস দেন। তিনি (জেলা প্রশাসক) তদন্ত রিপোর্ট সমিতির সাধারণ সম্পাদককে না দিয়ে কিছু পত্রিকার সম্পাদককে সরবরাহ করেন। যার বরাতে এবং কারণ দর্শানোর নোটিসের বরাতে তারা সংবাদ প্রকাশ করেন। নিঃসন্দেহে সংবাদটি একপেশে ও উদ্দেশ্যমূলক। এ সংবাদে আইটি অফিসার ও সভার আহ্বায়ককে জড়ানো হয়েছে। অথচ তাদের বক্তব্য নেওয়া হয়নি। এটি সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। সেজন্যে এ সংবাদটি জোর আপত্তি ও প্রতিবাদযোগ্য।

উল্লেখ্য, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন ৩১ মে ২০২২ কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন। সে সাথে ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম ও সপ্তম বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক কাজী শাহাদাতের লিখিত বক্তব্য সম্বলিত পত্রগুলো সংযোজিত করেছেন। যাতে তারা আইটি অফিসারকে নিতান্তই তাদের নির্দেশ পালনের বিষয়টি সুস্পষ্ট করেছেন। অতএব, সন্দেহাতীতভাবে আইটি অফিসার উজ্জ্বল হোসাইন বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত হাজিরা শীট টেম্পারিং করা, ঘষামাজার বিষয়টি সঠিক নয়। বরং তদন্ত কর্মকর্তার অলক্ষ্যে হাজিরা শীট নিয়ে অপপ্রচারকারীরা তাদের উদ্দেশ্য সাধন করেছে বলে ধারণা করার যথেষ্ট অবকাশ রয়েছে, যেহেতু তিনি হাজিরা শীটের জব্দ তালিকা দিয়ে সেটি নিজের আয়ত্তে নেননি।

বিঃদ্রঃ এই প্রতিবাদটি গতকাল দৈনিক চাঁদপুর প্রতিদিন, দৈনিক চাঁদপুর, প্রভাতী কাগজ, প্রিয় চাঁদপুর ও চাঁদপুর জমিন পত্রিকায় প্রেরণ করা হয়েছিলো।

-কাজী শাহাদাত, আহ্বায়ক, সপ্তম বার্ষিক সাধারণ সভা-২০২২, চাঁদপুর ডায়াবেটিক সমিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়