রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২২, ২০:১১

মতলব উত্তরের বিদায়ী ইউএনও'কে ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক --বিদায়ী ইউএনও গাজী শরিফুল হাসান

মাহবুব আলম লাভলু
প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক --বিদায়ী ইউএনও গাজী শরিফুল হাসান

মতলব উত্তর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। বুধবার (১ জুন) সকালে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সভাকক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও ও শরীয়তপুরের এডিসি গাজী শরিফুল হাসান। এসময় বক্তব্য রাখেন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।

এসময় গাজী শরিফুল হাসান বলেন, আমি আপনাদের নিয়ে র্দীর্ঘদিন কাজ করেছি। কাজের স্বার্থে সবসময় হয়তো আপনাদের সাথে ভাল ব্যবহার করতে পারি নাই। কিন্তু জনগনের সেবার বিষয়ে আপনারা পুরাতন ও নতুন চেয়ারম্যান সাহেবরা সথেষ্ট আন্তরিক ছিলেন। আমি বিশ্বাম করি আপনারা জনগনের সাথে আরো আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, মতলবের মানুষ আসলেই অনেক ভালো। প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক। মতলবের মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। এসময় ইউপি চেয়ারম্যানগন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়