রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৫

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল।

মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সুজাতপুর বাজারে এই মিছিল হয়। মিছিলটি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের দায়িত্ব দেয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে বৈষম্যহীন মতলব গড়তে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি কাজ করে যাবো।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার ছগির, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আখন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, বিএনপি নেতা আ. কাদের, আ. আজিজ, যুবদল নেতা ইকবাল হোসেন গাজী, হাসানুল কিবরিয়া তপন, জিলানী খান, মো. শাহাদাত হোসেন, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূঁইয়া, সাদ্দাম হোসেন, তানজিল প্রধান, শরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়