রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন --কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান

বিশেষ প্রতিনিধি
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত  বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন  --কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান
কচুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।

কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) কচুয়া উপজেলা শাখা জামায়াতের আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের দুই দক্ষ মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে এবং প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ সকল এমপি তাদের কৃতকর্মের জন্যে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্ট ছাত্র- জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের এক দলীয় শাসনের অবসান ঘটেছে। ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করার এবং চাঁদপুর-১ (কচুয়া) আসনে মুহাদ্দিস আবু নছর আশরাফীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে অন্যায় ও চাঁদাবাজমুক্ত কচুয়া গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

কচুয়া উপজেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহের মেসবাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলার সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল হোসাইন, সাবেক আমীর অধ্যক্ষ আ. রহিম পাটওয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আমীর মো. শাহাদাত হোসাইন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন কচুয়া শাখার নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা আমিনুল হক মীর আজহারী, সেক্রেটারী মো. মনির হোসাইন সাইদ, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি অধ্যাপক এমদাদ উল্যাহ, জামায়াত নেতা মোসলেহ উদ্দিন আলমগীর, কুদ্দুছ মিয়া, জসিম উদ্দিন মিয়াজী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের পাঁচ সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।

ছবি:

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়