শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবরের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী সহ অন্যান্য অতিথি ও সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর জেলার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবরের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলায় পালন করা হয়। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বেলা ১২টায় মতলব দক্ষিণে চাঁদপুর খবর পরিবারের আয়োজনে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কচি-কাঁচা মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান হয়।

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। বক্তব্য রাখেন মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মু. জাকির হোসেন, মো. আমির খসরু, ইকবাল হোসেন, মো. আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, মতলব প্রেস ক্লাবের সদস্য সোবহান ফারুক, মো. লোকমান হাবিব, দৈনিক কালবেলার প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া ও কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক রিনা বণিক। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক চাঁদপুর খবরের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলু।

অনুষ্ঠানে পাঠক ফোরামের সভাপতি মহিউদ্দিন খান, মতলব প্রেসক্লাবের সদস্য সফিকুল ইসলাম রিংকু, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজসহ কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির ও গীতা পাঠ করেন সাপ্তাহিক দিবা কণ্ঠের মফস্বল সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

ক্যাপশন : মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবরের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী সহ অন্যান্য অতিথি ও সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়